English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১৪:৪১

মা সার্জিক্যাল ক্লিনিকটি সিলগালা

অনলাইন ডেস্ক
মা সার্জিক্যাল ক্লিনিকটি সিলগালা

নড়াইলে অস্ত্রোপচারের সময় প্রসূতি অর্চনা রানী পালের (৩৮) মৃত্যুর ঘটনায় উপজেলা সদরের মা সার্জিক্যাল ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট)  বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা কিনিকটি সিলগালা করেন।

এ ক্লিনিকের মালিক কুমড়ি গ্রামের শেখ জাহাঙ্গীর আলম।

নপ্রসূতির স্বজনেরা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার দুপুরে অবেদনবিদ ছাড়াই চিকিৎসক ডেভিড তন্ময় বিশ্বাস ওই প্রসূতির অস্ত্রোপচার করেন। গর্ভের সন্তান বের করার আগেই তাঁর মৃত্যু হয়। এ নিয়ে গত শুক্রবার ‘অবেদনবিদ ছাড়াই অস্ত্রোপচার’ বিভিন শিরোনামে সংবাদ ছাপা হয়।

মো. সেলিম রেজা বলেন, ‘ওই প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। ওই চিকিৎসক এবং ক্লিনিকটি যাবতীয় কাগজপত্র নিয়ে ক্লিনিক মালিককে ইউএনওর কার্যালয়ে দেখা করতে বলেছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’