English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১১:০২

জেএমবির মহিলা শাখার প্রশিক্ষকসহ ৫ জন আটক

অনলাইন ডেস্ক
জেএমবির মহিলা শাখার প্রশিক্ষকসহ ৫ জন আটক

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির মহিলা শাখার প্রশিক্ষকসহ পাঁচজনকে আটকে করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। টঙ্গি ও গাজীপুর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব ।

র‍্যাব জানিয়েছে, আটককৃতদের মধ্যে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) মহিলা শাখার প্রশিক্ষক রাশেদুজ্জামান রোজ রয়েছেন। তিনি দলটির দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

গ্র্রেফতারকৃত অন্যান্যরা হলেন, আব্দুল হাই, সাহাবুদ্দিন ও ফিরোজ সাইফুল। মঙ্গলবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ বোমা, অস্ত্র ও গোলা বারুদসহ বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন গাজীপুরের হাজীরপুকুর এলাকায় এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়।