English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ১২:১১

বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মামলা, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মামলা, গ্রেফতার ১

ফেসবুকে বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় নড়াইলে তথ্য প্রযুক্তি আইনে দু’জনের নামে মামলা হয়েছে। এ মামলায় সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় নড়াইলের তুলারামপুর থেকে আলী আহমেদ মোল্যাকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় নাজমুল হোসেন পলাতক আছে। এর আগে সোমবার দুপুরে নড়াইল সদর উপজেলার যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মাফুজ সদর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন।

মামলার বাদী মাফুজ বলেন, নড়াইলের তুলারামপুরের আলী আহমেদ মোল্যাকে ও তার ছেলে নাজমুল  হোসেন ফেসবুকে বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মামলাটি দায়ের করেছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, সন্ধ্যায় আলী আহমেদকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অন্য আসামিকেও গ্রেফতারে চেষ্টা চলছে।