English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ১১:৪৭

রাজশাহীতে মাদকসহ নারী আটক

অনলাইন ডেস্ক
রাজশাহীতে মাদকসহ নারী আটক

রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল গ্রাম থেকে মাদকসহ পুরো বেগম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগমারা থানা পুলিশ।

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক পুরো বেগম বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামে জালাল উদ্দীনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামে জালাল উদ্দীনের স্ত্রী পুরো বেগম দীর্ঘদিন ঘরে নিষিদ্ধ এ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বাগমারা থানার এসআই রাজিব হাসান রাজন ও এএসআই বাবুল আকতার জালালের বাড়িতে অভিযান চালিয়ে বস্তায় রাখা ৩১ বোতল নিষিদ্ধ এ্যালকোহল উদ্ধার করে।

এ সময় পুরো বেগমের স্বামী জালাল উদ্দীন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও মাদক বিক্রেতা পুরো বেগমকে আটক করে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান তিনি।