English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৬ ২৩:৫১

রাজশাহীতে অস্ত্রব্যবসায়ী মিজান আটক

অনলাইন ডেস্ক
রাজশাহীতে অস্ত্রব্যবসায়ী মিজান আটক

রাজশাহীর চারঘাট উপজেলার সদর মেডিকেল হাসপাতালের চৌধুরী ফার্মেসী সামনে থেকে একটি পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ মিজানুর রহমান মিজান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

রোববার (২১ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মনের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেডিকেলের সামনে ওৎ পেতে থাকা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে মিজানের শরীর তল্লাশী করে কোমর থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ১টি নোকিয়া মোবাইল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। মিজানুর রহমান মিজান (৪০) বাঘা থানার মীরগঞ্জ মহদীপুর গ্রামের আব্দুস সামাদ ল্যাংড়ার ছেলে।

এ ব্যাপারে মডেল থানার ওসি নিবারন চন্দ্র বমর্ন বলেন, মেডিকেল মোড় থেকে বৃষ্টির মাঝে ছাতা মাথায় হেটে যাওযার সময় চৌধুরী ফার্মেসী সামনে থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং প্রাথমিক জিজ্ঞাসেবাদে ধারণা করা হচ্ছে সে একজন অস্ত্র বহনকারী। তার নামে চারঘাট মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।