English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৬ ২৩:৪২

জাল টাকা তৈরীর সরঞ্জাম জব্দ,আটক ১

অনলাইন ডেস্ক
জাল টাকা তৈরীর সরঞ্জাম জব্দ,আটক ১

পাইকগাছা থানা পুলিশ আবারো জাল টাকা তৈরীর সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে। আটক যুবক আব্দুল হালিম সরদার (২০) উপজেলার ফকিরাবাদ গ্রামের সাহেব আলী সরদারের ছেলে।

ওসি মারুফ আহম্মদ জানান, গড়ইখালীর শান্তা বাজারে হালিমের একটি কম্পিউটারের দোকান রয়েছে। সেখানে সে জাল টাকা তৈরী করছিল। এমন খবর পেয়ে শনিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকটি জাল টাকা ও জাল টাকা তৈরীর সরঞ্জামসহ হালিমকে হাতে-নাতে আটক করা হয়।

এ ঘটনায় বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই শাহাবুদ্দীন গাজী বাদী হয়ে হালিমকে আসামী করে বিশেষ মতা আইনে থানায় মামলা করেছে। রোববার দুপুরে আটক হালিমকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আগড়ঘাটা বাজার থেকে খুলনার হালিম সানা নামে এক যুবককে জাল টাকাসহ আটক করা হয়।