English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১৭:৫৮

ছাত্রদল নেতা সাদ্দামকে আটক

অনলাইন ডেস্ক
ছাত্রদল নেতা সাদ্দামকে আটক

পাইকগাছায় নিজের ফেসবুক আইডিতে সরকার বিরোধী প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে সাদ্দাম হোসেন গাজী (২০) নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন গাজী তার নিজ নামে ব্যবহৃত দুটি ফেসবুক আইডি থেকে বর্তমান সরকারকে অবৈধ ও খুনি সরকার, খুন-গুম, চাঁদাবাজী, জালিম সরকারের প্রধান বাজেট ও প্রধান মন্ত্রীর পতন চাইসহ নানাবিধ সরকার বিরোধী স্টাটাস দিয়ে প্রচার-প্রচারণা চালায়।

এ ঘটনায় কাশিমনগর গ্রামের আলহাজ্ব শেখ ফজিয়ার রহমানের ছেলে কপিলমুনি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ কবির হোসেন বাদী হয়ে সাদ্দাম হোসেনকে আসামী করে পাইকগাছা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে। যার নং- ১৬। তাং- ১৬/৮/১৬।

এ ঘটনায় আটক সাদ্দাম হোসেনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানিয়েছেন।