English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৬ ১৪:০১

রাজধানীতে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক
রাজধানীতে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

রাজধানীর কোতোয়ালী থানাধীন তাঁতিবাজার এলাকা থেকে একটি ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে রাজধানীর হাজারীবাগ এলাকায় থেকে পুলিশের ইউনিফর্ম পরিহিত এসআই পরিচয়ে এক কলেজ শিক্ষার্থীর মোটরসাইকেল নিয়ে যায় দু’জন লোক।

ঘটনাটি জানাজানি হলে হাজারীবাগ থানা থেকে বিষয়টি পুলিশ কন্ট্রোল রুমে জানানো হয়। পরে রাত একটার দিকে তাঁতিবাজার এলাকার একটি চেকপোস্টে ঐ ভুয়া পুলিশ কর্মকর্তার গতিবিধি সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে কর্মরত পুলিশ সদস্যরা।

পুলিশের কোনো পরিচয়পত্র দেখাতে না পারায় তাকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার করা হয় মোটরসাইকেলটি। তবে পালিয়ে যায় আরেকজন। এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ কোনো চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছে বলে জানিয়েছ পুলিশ।