English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৬ ১৩:০৭

বাইকে প্রেস লেখা ‘এরা কারা’

উজ্জ্বল রায়
বাইকে প্রেস লেখা ‘এরা কারা’

এরা কারা মিডিয়ার নাম ও প্রেস লেখা বিভিন্ন মটর সাইকেলে দিয়ে অবাধে চলাচল করছে নড়াইলে। এতে করে পেশাদার সাংবাদিকদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে । শুধুমাত্র প্রেস লেখাই নয় কেউ আবার পুলিশ আইনজীবী স্টিকার লাগিয়েও বেড়াচ্ছে জেলার এ প্রান্ত থেকে অপরপ্রান্তে।

আইন শৃঙ্খলা রাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এই সাংবাদিক, প্রেস, পুলিশ, আইনজীবী ইত্যাদি স্টিকার ব্যবহার করে অপরাধীরা নানান অপকর্ম করে যাচ্ছে বলে জানা যায়।

ইতিপূর্বে  প্রেস লেখা স্টিকারযুক্ত মটর সাইকেল ব্যবহার করে অপকর্ম করতে যেয়ে আটকের মত ঘটনাও ঘটেছে। হামলা চালায় দুটি মটর সাইকেল যোগে আসা সন্ত্রাসীরা।

সূত্রে জানা গেছে, হামলায় ব্যবহৃত ওই মটর সাইকেল দুটির একটিতে প্রেস লেখা ছিল। সম্প্রতি সারাদেশে মটর সাইকেল অথবা ব্যক্তিগত গাড়িতে সাংবাদিক, পুলিশ কিংবা আইনজীবী ইত্যাদি লেখা প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সরেজমিনে নড়াইল জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে ব্যক্তিগত গাড়ি কিংবা মটর সাইকেলে অনেকেই রেজিষ্ট্রেশন না করিয়ে সরকার হারাছে রাজস্ব। প্রেস, সাংবাদিক, আইনজীবী, জরুরী বিদ্যুৎ, জেলার কার্যালয় বিভাগ ইত্যাদি লিখে দাপায় বেড়াছে।

যদিও সাংবাদিক, পুলিশ কিংবা আইনজীবী নন বলে জানা যায়। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়াই তাদের মুল উদেশ্য। তারা এই স্টিকার ব্যবহার করে। শুধুমাত্র প্রেস/সাংবাদিক লেখা স্টিকারই নয় ইতিপূর্বে পুলিশ না হয়েও মটর সাইকেলে পুলিশ লেখা স্টিকার ব্যবহার করে থানা পুলিশের হাতে আটক হওয়ার মত অনেক ঘটনা ঘটেছে।

নাম না প্রকাশ করা শর্তে সিনিয়ার সাংবাদিক বলেন, যেসব গনমাধ্যমের স্টিকার ব্যবহার করছে তাদের তথ্য বিভাগে, ডিএফটি আছে কিনা আমার জানা নেয়।