English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৬ ১২:২৫

ছাত্রদল নেতা শাহরিয়ারকে কারাগারে প্রেরন

অনলাইন ডেস্ক
ছাত্রদল নেতা শাহরিয়ারকে কারাগারে প্রেরন

নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রিজভি জর্জ নাশকতা মামলায় হাজিরা দিয়ে জামিন চাইলে তা না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ আগষ্ট) দুপুরে নড়াইল সদর মমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদুল আজাদ এ আদেশ দেন।

জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মামলায় র্দীর্ঘ দিন তিনি পালাতক ছিলেন। আদালতে হাজিরা দিলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি এই মামলাকে রাজনৈতিক মামলা বলে ঊল্লেখ করে অবিলম্বে নিশর্ত মুক্তি দাবী করেন।