English Version
আপডেট : ৭ আগস্ট, ২০১৬ ১৬:৫৪

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৪৪

অনলাইন ডেস্ক
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৪৪

রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের কর্মী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৪৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) গভীর রাত থেকে রোববার (৭ আগস্ট) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নগরীর চার থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নগর পুলিশের মুখপাত্র রাজপাড়া থানা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করা হয়েছে।

এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ১২ জন, মতিহার থানা ১১ জন, শাহমখদুম থানা ৩ জন এবং ডিবি পুলিশ ১ জনকে আটক করে। আটকদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৩ জন জামায়াত-শিবির কর্মী, ৭জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য ১৬ জন মাদকসেবী রয়েছে। বাকি মাদক সেবী ও অন্যান্য রয়েছে। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।