English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১৬:৩৯

হাসনাত-তাহমিদকে আট দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
হাসনাত-তাহমিদকে আট দিনের রিমান্ড

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হাসনাত করিম এবং কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকা মহানগর হাকিম নূরুন নাহার ইয়াসমিন তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে গুলশানে রেস্তোরাঁয় হামলায় জড়িত সন্দেহে ওই দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ দিকে গুলশান-২ আড়ংয়ের সামনের রাস্তা থেকে হাসনাতকে গ্রেপ্তার করা হয়। আর রাত পৌনে ৯টার দিকে তাহমিদকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। দুজনকেই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।