English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১৫:২৬

জেএমবি হাসানের লাশ হস্তান্তর

অনলাইন ডেস্ক
জেএমবি হাসানের লাশ হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত জামআতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য বাইক হাসান ওরফে নজরুল পারভেজ (৩০) এর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে আরএমপির পক্ষ থেকে নিহতের বাবা আব্দুলাহর কাছে লাশ হস্তান্তর করা হয়।

তার পরিবারের লোকজন জানায়, গত দেড় বছর ধরে নজরুল নিখোঁজ রয়েছে। অনেক খোঁজ করেও তার খবর পাওয়া যায়নি। এরপর খবর পেয়ে পুলিশের কাছ থেকে তার লাশ নিতে আসেন পরিবার ।

এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, নিহত জঙ্গি সদস্য নজরুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে জেএমবি সদস্য নজরুল নিহত হন।