English Version
আপডেট : ৩ আগস্ট, ২০১৬ ১৬:১৪

বন্দুক যুদ্ধে জঙ্গি সদস্য নিহত

সাকিব
বন্দুক যুদ্ধে জঙ্গি সদস্য নিহত

রাজশাহী মহানগরীতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত যুবক জামআতুল মুজাহেদীন বাংলাদেশ (জেমমবি) সদস্য বলে দাবি করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম।

তার নাম বাইক হাসান ওরফে নজরুল পারভেজ (৩০)। বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সোনাহার গজপুরি গ্রামে। বাবার নাম আব্দুল্লাহ।

বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভাড়াটিয়া নিবন্ধন ফরম বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

কমিশনার জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল নগরীর আশরাফের মোড় এলাকায় অভিযানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে জঙ্গিরা ককটেল নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ হয়। এরপর ঘটনাস্থলে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরে আরএমপির জঙ্গি তালিকাভুক্ত সন্ত্রাসীদের ছবির সাথে নিহত যুবকের ছবির মিল পাওয়া যায়। পরে তার গ্রামের বাড়ির সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়া যায়।

পুলিশ কমিশনার আরো জানান, রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় ১৩টি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এরমধ্যে ১১ জনকে হত্যা করতে সক্ষম হয় জঙ্গিরা। বাকি দু’জন প্রাণে বেঁচে যায়। মোটরসাইকেল চালিয়ে অন্য জঙ্গিদের হত্যায় সে সহায়তা করতো। এ জন্য তার নাম বাইক হাসান হয়েছে বলেও জানানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যায় নিহত জঙ্গি পারভেজ সরাসরি জড়িত ছিল বলে দাবি করেন পুলিশ কমিশনার। টাঙ্গাইল ও কুষ্টিয়ার বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়।