English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৯:১০

হামলাকারীর গ্রেফতার দাবীতে হনুমান আদালতে

ইমদাদুল
হামলাকারীর গ্রেফতার দাবীতে হনুমান আদালতে

পাইকগাছায় আহত হনুমান আবারো হামলাকারী আসামীকে গ্রেফতারের দাবীতে আদালত এলাকায় অবস্থান নিয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুরে আইনজীবি সমিতিরকে ঘন্টার পর ঘন্টা অবস্থান নেয়।

বিষয়টি উপলব্ধি করে আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামীকে দ্রুত গ্রেফতারে থানা পুলিশকে নির্দেশ দেন।

এদিকে সুষ্ঠু তদারকির অভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে আহত হনুমানটি। উল্লেখ্য খাদ্যাভাবে কেশবপুরের দলছুট কিছু সংখ্যক কালোমুখো হনুমান বেশকিছুদিন আগে থেকে পাইকগাছার বিভিন্ন এলাকায় অবস্থান করছিলো। অবস্থানরত হনুমানগুলোর মধ্যে কে বা কাহারা একটি হনুমানকে গত ৬ জুলাই সকালে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয় বাস শ্রমিকরা আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। এরপর আহত হনুমানটি গত ২০ ও ২১ জুলাই বিচারের দাবীতে আদালতের সামনে গিয়ে অবস্থান নিলে আদালতের আইনজীবীসহ সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে।

পরবর্তীতে ২৪ জুলাই আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক গাজী জামশেদুল হক প্রাথমিক তথ্য প্রমানের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে থানা পুলিশকে নির্দেশ দেন।