English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৩:৩৬

পুলিশের অভিযানে রাজশাহীতে আটক ৪১

অনলাইন ডেস্ক
পুলিশের অভিযানে রাজশাহীতে আটক ৪১

রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতকর্মী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৪১ জনকে আটক করা হয়েছে।

গত শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নগরীর চার থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নগর পুলিশের মুখপাত্র রাজপাড়া থানা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করা হয়েছে।

এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ১০ জন জনকে আটক করে। আটকদের মধ্যে ২৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২ জন জামায়াত কর্মী ও অন্যান্য ১২ জন । বাকি মাদক সেবী ও অন্যান্য রয়েছে। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে হিরোইনসহ অন্যান্য মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।