English Version
আপডেট : ২৯ জুলাই, ২০১৬ ১৩:০১

শিবির নেতা জসিম রিমাণ্ডে

অনলাইন ডেস্ক
শিবির নেতা জসিম রিমাণ্ডে

রাজশাহী মহানগর ছাত্রশিবির সভাপতি জসিম উদ্দিনের তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে সিএমএম আদালতের বিচারক এই রিমাণ্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার বিকেলে শিবির নেতা জসিম উদ্দিনকে অস্ত্র, বিস্ফোরক ও নাশকতার তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে মহানগর ডিবি পুলিশ।

একই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমাণ্ডের আবেদন জানিয়েছিলেন। বৃহস্পতিবার রিমাণ্ডের শুনানী শেষ তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত।

এই রিমাণ্ড মঞ্জুরের কথা স্বীকার করে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত রায় জানান, বৃহস্পতিবার থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার দুপুরে নগরীর ছোটবনগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে জসিম উদ্দিন সরকারকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।