English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৬ ১২:৫৪

সিলেটে অভিযানে আটক ৩১

অনলাইন ডেস্ক
সিলেটে অভিযানে আটক ৩১

সিলেটের জকিগঞ্জে বুধবার (২৭ জুলাই) রাত ১০ টা থেকে বৃহস্পতিবার ভোর ৫ টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছেন পুলিশ। সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই এ তথ্য জানান।

আটকদের অধিকাংশ জামাত-শিবির সদস্য।

সেসময় জকিগঞ্জ ও এর আশেপাশের নানা স্থানে পুলিশ অভিযান চালায়। এসময়ে দেশিয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করেছে।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর দুইশ সদস্য অংশ নেয় বলে খবর পাওয়া যাচ্ছে।

এই রিপোট লেখা পযন্ত আটককৃতদের আদালতে নিয়ে যাওয়া হয়নি। তাদের আদালতে নেবার প্রস্তুতি চলছিল। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে পুলিশ।