English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৬ ১৫:৩৬

পুঠিয়ায় ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

অনলাইন ডেস্ক
পুঠিয়ায় ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

পুঠিয়ায় ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে। কারাদণ্ড প্রাপ্তরা হলো- পুঠিয়া উপজেলার ভরুয়াপাড়া এলাকার আলিমুদ্দীনের ছেলে আব্দুল হালিম (৫৯), মাহেন্দ্র গ্রামের মৃত ইমাজ উদ্দীনের ইদ্রিস আলী (৪৫) এবং স্বরূপনগর গ্রামের মৃত সামীর ছেলে আনসার আলী (৫২)।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে পুঠিয়া উপজেলার ভরুয়াপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, পুঠিয়া উপজেলার ভরুয়াপাড়া এলাকায় দেশীয় চোলাই মদের কারখানা থেকে বিভিন্ন স্থানে দেশীয় চোলাই মদ সরবরাহ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ভরুয়াপাড়া এলাকায় এএসপি রেজিনূর রহমানের নেতৃত্বে দেশীয় ৪৩ হাজার ২০০ লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আশিক রহমান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ১১ ধারা মোতাবেক গ্রেফতারকৃত ২ জনকে দুই মাস ও একজনকে ১ মাসের বিনাশ্রম করাদণ্ড দেন।

ম্যাজিস্ট্রেটের সামনেই চোলাই মদ ধবংস করা হয়।