English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৬ ১৪:৫৬

রাজশাহীতে পৃথক ঘটনায় আত্মহত্যা ২

অনলাইন ডেস্ক
রাজশাহীতে পৃথক ঘটনায় আত্মহত্যা ২

রাজশাহী মহানগর ছোটবনগ্রাম এলাকায় পশ্চিমপাড়ায় এক কিশোর ও পুর্বপাড়ায় এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

পৃথক ঘটনায় মঙ্গলবার (২৭ জুলাই) সকালে মাহাবুর রহমান ও বিকেলে গৃহবধূ সোনিয়া বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এরা হলেন ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার মিলন শেখের ছেলে মাহাবুর রহমান (১৫) ও পুর্বপাড়া এলাকার রশিদুল ইসলামের স্ত্রী সোনিয়া বেগম (১৮)।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, বাবা মায়ের উপর অভিমান করে মঙ্গলবার সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় কিশোর মাহাবুর। পরিবারের লোকজন জানতে পেরে বোয়ালিয়া থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

অপরদিকে স্বামী রশিদুল ইসলাম ঢাকায় চাকরি করেন। বিকেলে স্বামীর সাথে সোননিয়া মোবাইলে রাগারাগি করে নিজ ঘরে গলায় ফাঁস দেন গৃহবধূ সোনিয়া বেগম। পরে লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ব্যাপারে বোয়ালিয়া থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।