English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ২০:৩৩

হাসানের মাকে ছেড়ে দিয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক
হাসানের মাকে ছেড়ে দিয়েছে পুলিশ

কল্যাণপুরে 'জঙ্গি আস্তানা' থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক রাকিবুল হাসান রিগ্যানের মা রোকেয়া আকতারকে ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে তাকে ছেড়ে দেয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি আবুল বাসার বলেন, কিছু তথ্য জানার জন্য রাকিবুল হাসান রাকিবের মাকে থানায় আনা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। রোকেয়া আকতার বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টাফ নার্স হিসেবে কর্মরত রয়েছেন। বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, 'রাজধানীর কল্যাণপুরে গ্রেফতার রাকিবুল হাসানই বগুড়ার নিখোঁজ রাকিবুল হাসান। সে তালিকা ভুক্ত জঙ্গি ছিল। তাকে আমরা খুঁজছিলাম।' মঙ্গলবার কল্যাণপুরের ৫ নম্বর রোডে তাজ মঞ্জিল নামে একটি ভবনে পুলিশের অভিযানে ৯ জন নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় হাসানকে আটক করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আটকের পর হাসান পুলিশকে জানায়, তার বাড়ি বগুড়ার জামিল নগর। সে শাহ সুলতান কলেজের ছাত্র। এক বছর আগে 'জঙ্গিদের' সঙ্গে তার পরিচয় হয়। সে তাদের বাবুর্চি হিসেবে কাজ করতো। মেসে তারা ১১ জন ছিল। কল্যাণপুরের মেসটি ঈদের পর তারা ভাড়া নেয়। এক মাসের মধ্যে তাকে ভবন থেকে নিচে নামতে দেওয়া হয়নি।