English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৬ ১৬:৪১

ছাত্রলীগ কর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক
ছাত্রলীগ কর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

নড়াইলে ছাত্রলীগকর্মী লিন্টু শেখের বাড়ি থেকে পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে লিন্টুকে আটক করা যায়নি।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। ওই ঘটনায় অস্ত্র আইনে কালিয়া থানায় মামলা হয়েছে।

লিন্টু কালিয়া পৌর শহরের চাঁদপুর গ্রামের মান্দার শেখের সন্তান।

পুলিশ জানায়, ওইদিন সন্ধ্যায় ছাত্রলীগের কথিত সদস্য লিন্টু শেখের (২৫) বাড়িতে অভিযান চালায় কালিয়া থানার পুলিশ। তার বাড়ি থেকে একটি ৭.৬২ পিস্তল ও তিন রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে লিন্টু পালিয়ে যায়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। লিন্টুকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

নড়াইলে জেলা ছাত্রলীগ নেতা আসাফুজামান মুকুল বলেন, লিন্টু শেখ আমাদের ছাত্রলীগকর্মী নয়।