English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৬ ১৬:৩৩

বন্দুকযুদ্ধে নড়াইলের ডাকু মিজান নিহত

অনলাইন ডেস্ক
বন্দুকযুদ্ধে নড়াইলের ডাকু মিজান নিহত

নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত মিজান কাজী (৩৪) নিহত হয়েছেন।

শনিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিজান নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামের রতন কাজীর ছেলে।

পুলিশ জানায়, অস্ত্র ডাকাতিসহ একাধিক মামলার আসামি মিজানকে শনিবার রাতে গোপালগঞ্জ জেলা শহর থেকে গ্রেফতার করা হয়। পরে মিজানকে গোপালগঞ্জ থেকে নড়াগাতিতে আনার পথিমধ্যে পহরডাঙ্গা বালুমাঠ এলাকায় তার সহযোগী তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ পাল্টা আক্রমণ করলে বন্দুকযুদ্ধে মিজান নিহত হয়। পরে একটি সাটারগান, চার রাউন্ড গুলি ও দু’টি রামদা উদ্ধার করে পুলিশ।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মিজানের নামে নড়াইলের নড়াগাতি থানায় ৬টি ডাকাতি মামলাসহ বাগেরহাটের মোল্লারহাট থানা এবং গোপালগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।