English Version
আপডেট : ২১ জুলাই, ২০১৬ ১৪:৩৭

গৃহায়নমন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

অনলাইন ডেস্ক
গৃহায়নমন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ৬ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে এ আদেশ দেন।

আদালতে ইঞ্জিনিয়ার মোশাররফের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘গৃহায়ন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আইনজীবীরা হাইকোর্টে মামলাটি চালাবেন না বলে জানান। তাই আদালত মামলার কার্যক্রমের ওপর পূর্বের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন।

একইসঙ্গে তাকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আর দুদককে এ মামলার তদন্ত কার্যক্রম চালানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। তাই এখন এ মামলার তদন্ত চালাতে দুদকের জন্য কোনো অসুবিধা থাকল না।’