English Version
আপডেট : ১৯ জুলাই, ২০১৬ ২১:১৬

পাসপোর্ট জালিয়াতির দায়ে পরিচালক ইকরামকে গ্রেফতার

অনলাইন ডেস্ক
পাসপোর্ট জালিয়াতির দায়ে পরিচালক ইকরামকে গ্রেফতার
পাসপোর্ট জালিয়াতির মামলায় আগারগাঁও পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মুনসী মুয়ীদ ইকরামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময়ে একই দায়ে আরো এক কর্মকর্তাকে গ্রেফতার করেন দুদক।
 
মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগর (ডিএমপি) থানায় ২১ জনকে আসামি করে একটি মামলা (নং ১৬) দায়ের পরই তাদের গ্রেফতার করে দুদক কর্মকর্তারা। মামলার বাদি উপপরিচালক বেনজীর আহম্মদের নেতৃত্বাধীন একটি টিম তাদের গ্রেফতার করেন। 
 
গ্রেফতারকৃত আরেক আসামি হলেন একই অফিসের উচ্চমান সহকারী মো. সাইফুল ইসলাম। তাদের ২ জনই বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত বলে জানিয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
 
মামলার সূত্রে জানা যায়, প্রথমে আসামিরা পরস্পর যোগসাজসে শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার স্বাক্ষর জাল করে। এরপর ১৮ জন ব্যক্তির এনওসি সৃজনপূর্বক তা আগারগাঁওয়ে অবস্থিত বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে দাখিল করে সাধারণ পাসপোর্টকে অফিসিয়াল পাসপোর্টে এ রূপান্তর করেন। 
 
সেই অবৈধ পাসপোর্টের মাধ্যমে পাসপোর্টধারীরা সরকারি কর্মচারী হিসেবে অবৈধভাবে তুরস্কসহ বিভিন্ন দেশে গমন করে এবং পরবর্তীতে গ্রেফতার হয়ে বাংলাদেশের ভার্বমূতি চরমভাবে নষ্ট করেছেন। এনওসিসমূহ জাল ও ভূয়া জানা সত্ত্বেও তা যাচাই করেননি পরিচালক মুনসী মুয়ীদ ইকরাম। অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি কর্মচারী না হওয়া সত্ত্বেও অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করেছেন। আর এভাবে ৬৬ ব্যক্তি সরকারি কর্মচারী না হওয়া সত্ত্বেও অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়।