English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ২০:১২

শপথ নিতে এসে চেয়ারম্যান গ্রেফতার

উজ্জ্বল রায়
শপথ নিতে এসে চেয়ারম্যান গ্রেফতার

শপথ নিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হলেন নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খান রাসেল সুইট।

রোববার (১৭ জুলাই) বিকেলে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২ জুন লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে নির্বাচন পূর্ব এক সংঘর্ষে নিশান মুন্সি (২৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

নিহতের চাচা আছাদ মুন্সি ৪ জুন লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খাশিয়াল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান খান রাসেল সুইট ওই মামলার তিন নম্বর আসামি। তিনি পলাতক ছিলেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সভাকক্ষে নড়াইলের নড়াগাতি থানার ছয়টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, ৫৪ জন সদস্য এবং ১৮ জন সংরক্ষিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান।

ইউনিয়নগুলো হলো পহরডাঙ্গা, বাঐেেসানা, জয়নগর, খাশিয়াল, কলাবাড়িয়া ও মাউলি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাছিমা খাতুনসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।