English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ১৯:৪৯

৪ ফার্মেসিতে মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখায় অর্থদণ্ড

অনলাইন ডেস্ক
৪ ফার্মেসিতে মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখায় অর্থদণ্ড

রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকার চারটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মোট ৭২ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৭ জুলাই) বিকেলে ওই চারটি ফার্মেসিতে মেয়াদোর্ত্তীণ ওষুধ পাওয়ায় ফার্মেসি মালিকদের এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানের নেতৃত্বে ছিলেন রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ ও নূরের জামান চৌধুরী।

তারা জানান, ওই দিন বিকেলে লক্ষীপুর এলাকার পদ্মা, ওষুধ ভান্ডার, আরোগ্য নিকেতন ও সর্বক্ষণ ফার্মেসি নামের ওই চার ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ফার্মেসিগুলোতে মেয়াদোর্ত্তীণ ওষুধ পাওয়া যায়। তাই তাদের মোট ৭২ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।