English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ১৮:০৪

রাষ্ট্রদ্রোহ মামলায় আসলামের জামিন খারিজ

অনলাইন ডেস্ক
রাষ্ট্রদ্রোহ মামলায় আসলামের জামিন খারিজ

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

আসলাম চৌধুরীর করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে গত ২৬ মে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ওইদিন সন্ধ্যায় গুলশান থানায় এই মামলা করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম নূরনবী।

দণ্ডবিধির যে দুটি ধারায় মামলাটি হয়েছে প্রথম ধারায় তার সর্বোচ্চ শাস্তি সাজা মৃত্যুদণ্ড।

গুলশান থানায় করা ওই মামলায় আসলাম চৌধুরী নিম্নআদালতে জামিনের আবেদন জানালে ২৩ জুন তা নাকচ হয়। এই আদেশের বিরুদ্ধে আসলাম চৌধুরী হাইকোর্টে আসেন। যা সোমবার শুনানির জন্য ওঠে। পরে আদালত সেই আবেদন খারিজ করে দেন।