English Version
আপডেট : ১৭ জুলাই, ২০১৬ ১৬:৪২

নর্থ সাউথের প্রো-ভিসিকে ৮ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
নর্থ সাউথের প্রো-ভিসিকে ৮ দিনের রিমান্ড

গুলশানে হামলাকারীদের বাড়ি ভাড়া দেওয়া ও তথ্য গোপন অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসিসহ গ্রেফতার হওয়া ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরা হলেন—বাসার মালিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসি গিয়াসউদ্দিন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী,বাসার মালিক নুরুল ইসলাম ও ভবনের ম্যানেজার মো. মাহবুবুর রহমান তুহিন।

রোববার (১৭ জুলাই) তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামানের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ন কবির।

শুনানি শেষে আদালত ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লা আবু আদালতকে বলেন, তারা (আসামিরা) জঙ্গিদের আশ্রয় দিয়েছেন। এবং তাদের সহযোগিতা করেছেন। তদন্তে এ ধরনের তথ্য পাওয়া গেছে।

তাই সবকিছু বিবেচনা করে আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হোক।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আহসান উদ্দিন খাঁন বলেন, গিয়াস উদ্দিন আহমেদ ঘটনার সম্পর্কে কিছুই জানেন না। তার পরিচয় যেটা প্রো-ভিসি হিসেবে দেওয়া হয়েছে, তিনি আসলে সেটা নন। তিনি হচ্ছেন বিভাগীয় প্রধান। তাই সবকিছু বিবেচনা করে গিয়াস উদ্দিনসহ বাকিদের রিমান্ড বাতিল করার আবেদন জানাচ্ছি।

এর আগে শনিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর রোডের ই-ব্লকের ৩ নম্বর টেনামেন্টের ফ্ল্যাট এ/৬ থেকে তাদের গ্রেফতার করা হয়।