English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১৯:১৯

নিরবাস ছদ্মনামে চার মাস ছিল ঝিনাইদহে

অনলাইন ডেস্ক
নিরবাস ছদ্মনামে চার মাস ছিল ঝিনাইদহে

গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার আগে নিবরাস ইসলাম ঝিনাইদহের একটি মেসে ৪ মাস ছদ্মনামে অবস্থান করেছিল। হামলার ৫ দিন আগে নিবরাস মেস ছেড়ে চলে যায়।

মেস নেয়ার ওই সময়ে ঠিক করে দিয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মসজিদের ইমাম রোকনুজ্জামান। তাকে আশ্রয় দেয়ার অভিযোগে ৬ জুলাই (ঈদের আগের দিন) রাতে সন্দেহভাজন তার ৫ সহযোগীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকাবাসীরা জানায়, স্থানীয়রা নিবরাসকে সাইদ নামে চিনতো। সে ভাল ফুটবল খেলতো, কম কথা বলতো, মুখে দাঁড়ি এবং সুদর্শন ছিল। তারা আরো বলেন, ঈদের ঠিক আগের রাতে ওই মেসে হানা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তারা নিবরাসের ঘর তল্লাশি করে এবং বাড়ির মালিক কাওসার আলীসহ তার দুই ছেলে বিনছার ও বিনজিরকে আটক করে। এ সময় মসজিদের ঈমাম রোকনুজ্জামান রোকন ও হাফেজ সাব্বির নামে আরো দুইজনকে আটক করে। মেসের মালিক কাওসারের স্ত্রী বিলকিস নাহার জানান, ঝিনাইদহ শহর থেকে প্রায় ২কি.মি. দূরে পৌরসভার ৩ নং পানির ট্যাঙ্কি এলাকার সোনালী পাড়ায় বসবাস করেন সাবেক সেনা সার্জেন্ট কওসার আালী। গত ৪ মাস আগে তার বাসায় মেস ঠিক করে দিয়েছিলেন ওখানকার মসজিদের ইমাম ইবি ছাত্র  রোকনুজ্জামান রোকন।  ছদ্মবেশে সাইদ নামে অবস্থানকারী নিবরাস ২৮ জুন মেস ছেড়ে চলে যায়। হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ঈদের আগের দিন রাতে নিবরাসের সেই মেস থেকে ৫ জনকে আটক করে। খবর- জাগোনিউজ২৪.কম