English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১৮:৪১

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পলাতক স্বামী

উজ্জ্বল রায়
গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পলাতক স্বামী

নড়াইলের  সালামাবাদ ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের শাবানা (১৮) নামের এক গৃহবধূর  রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে থানা পুলিশ স্বামীর বাড়ি থেকে শাবানার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল  মর্গে নেয়া হয়েছে।

যৌতুকের জন্য ওই গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী নয়ন (৩০) পলাতক।

নিহতের পরিবার ও পুলিশ  জানায়, গত তিন মাস আগে উপজেলার নলডাঙ্গা গ্রামের মিঠু খার ছেলে নয়নের সাথে বিলবাবউজ গ্রামের আতোষ খন্দকারের মেয়ে শাবানার সাথে বিয়ে হয়। বিয়ের পর নয়ন যৌতুকের জন্য শাবনাকে নানা ভাবে নির্যাতন করতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে শাবানা পিতার বাড়িতে চলে যায়।

এক পর্যায়ে নয়ন কৌশলে শাবানাকে নিয়ে ঢাকার আশুলিয়ায় চলে যায়। সেখানে কুরগা নামক স্থানে জনৈক শাহাবুদ্দিনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে।  মঙ্গলবার সন্ধ্যায়  নয়ন  আশুলিয়ার বাসায় শাবানাকে হত্যা করে বুধবার সকালে গ্রামের বাড়ি নলডাঙ্গায় নিয়ে আসে। এবং শাবানা আত্নহত্যা করেছে মর্মে প্রচার করতে থাকে।

ঘটনাটি আশুলিয়া থানাকে অবহিত না করে শাবানার লাশ গ্রামের বাড়ি নিয়ে আশায় তার মৃত্যু হত্যা, না আত্নহত্যা এ নিয়ে শাবানার স্বজনসহ এলাকাবাসির মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এবং তারা কালিয়া থানায় খবর দেন। এবং ওই থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।

থানার ওসি আব্দুল গনি বলেছেন, যেহেতু ঘটনাটি আশুলিয়া থানা এলাকার তাই তিনি জিডি করে ক্ষতিগ্রস্থদের আইনি সহায়তা দিয়েছেন। ঘটনাটিকে তিনি হত্যাকান্ড বলে মন্তব্য করে বলেছেন নিহতের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার সাথে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেবেন।