English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১৮:২৭

নড়াইলে পৃথক অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ আটক ২

অনলাইন ডেস্ক
নড়াইলে পৃথক অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ আটক ২

নড়াইল জেলার বিছালী ইউনিয়নের চাকই গ্রাম থেকে ১০০ পিচ ইয়াবাসহ অভয়নগরের মাদক সম্রাট হেকমত আলী মোড়লকে (৫০) আটক করে পুলিশ। এই আটকের নেতৃত্ব দেন বিছালী ক্যাম্পের আই সি খায়রুল আলম। অপরদিকে মাদক ব্যবসয়ের সাথে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বুধবার (১৩ জুলাই) রাতে পৃথক জায়গা থেকে তাদের ২ জনকে আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হেকমত দীর্ঘদিন অত্র এলাকায় গাজা ফেনসিডিল ইয়াবাসহ নানা ধরণের মাদক ব্যবসা করে আসছে। হেকমত আলী অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের মৃত ওয়াদুদ মোড়লের ছেলে। তাকে মাদক আইনে মামলা দিয়ে নড়াইল কোর্টে চালান দেয়া হয়। হেকমত আলী গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

অপর দিকে নড়াইলে মাদক ব্যবসয়ের সাথে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সে কালিয়া থানার চরচাঁচুড়ি গ্রামের আ. মান্নানের পুত্র। জাকির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। জাকির মাদক ব্যবসয়ের সাথে জড়িত থাকার অভিযোগে একাধিকবার পুলিশের হাতে ধরা পড়েছে। বুধবার সকাল ১০টায় এলাকাবাসী মাদক ইয়াবা,গাজা সহ জাকিরকে পুলিশের হাতে সোপর্দ করে।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, জাকির একজন মাদক ব্যাবসায়ী তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। এর আগেও মাদক ব্যবসার সাথে থাকার অভিযোগে পুলিশ একাধিকবার তাকে আটক করেছে ।