English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১৫:৩৪

গাজীপুরে গলাকেটে গৃহবধূকে হত্যা

অনলাইন ডেস্ক
গাজীপুরে গলাকেটে গৃহবধূকে হত্যা

গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় নারগিস আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত নারগিস এরশাদনগর এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিমের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকায়।

পুলিশ জানায়, নারগিস আক্তার তার ৫ ছেলে মেয়েকে নিয়ে এরশাদনগর এলাকায় স্থানীয় কামাল হোসেনের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। বুধবার রাত ৩টার দিকে নারগিসের কক্ষে দুর্বৃত্তরা প্রবেশ করে তাকে বটি দিয়ে গলায় এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি পেশায় দিনমজুর ছিলেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সেটি জানাতে পারেনি। হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।