English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৩:৪৫

বাংলাদেশী জাতীয় পরিচয়পত্রসহ ভারতীয় আটক

অনলাইন ডেস্ক
বাংলাদেশী জাতীয় পরিচয়পত্রসহ ভারতীয় আটক

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে রণধীর দাশগুপ্ত নামে এক ভারতীয়কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে চট্টগ্রাম আদালত ভবন থেকে তাকে গ্রেফতার করে বোয়ালখালী থানা পুলিশ। তার কাছে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র ও ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পাসপোর্টে ঠিকানা হিসেবে ৪/৪ বরিশা, কালীপদ মুখার্জি রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত উল্লেখ রয়েছে।

বোয়ালখালী থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, রণধীর পরিচয় গোপন করে দীর্ঘদিন চট্টগ্রামে অবস্থান করছিলেন। রণধীর পরিচয় গোপন ও নাম পরিবর্তন করে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা চালাচ্ছে। তার বিরুদ্ধে থানায় ২টি মামলা, ১টি অভিযোগ ও ১ সাধারণ ডায়েরি রয়েছে।