English Version
আপডেট : ৮ জুলাই, ২০১৬ ১৮:৩৩

শোলাকিয়ায় নিহত ‘জঙ্গি’ নর্থ সাউথের শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
শোলাকিয়ায় নিহত ‘জঙ্গি’ নর্থ সাউথের শিক্ষার্থী

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে পুলিশ ও জঙ্গিদের গোলাগুলিতে নিহত জঙ্গি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তার নাম আবীর রহমান। তিনি চার মাস ধরে নিখোঁজ ছিল বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার বিকালে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, “নিহত হামলাকারীর পরিচয় আমরা জানতে পেরেছি। সে নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র ছিল।

এদিকে কিশোরগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোরশেদ জামিল বলেন, ‘হামলাকারী দুইজন ছিল। তাদের মধ্যে একজনের পরনে ফিরোজা কালারের পাঞ্জাবি-পাজামা ও আরেকজনের পরনে ছিল ঘিয়ে রঙের পাঞ্জাবি-পাজামা। তারা বয়সে তরুণ। দুইজনের হাতেই পিস্তল ছিল।’

তিনি বলেন,  ‘চেক পোস্টে হামলা করেই তারা প্রথমে আজিমউদ্দীন স্কুলের আশপাশের বাড়িতে গিয়ে ঢুকে পুলিশের ওপর গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা অবস্থান নিয়ে গুলি করে। হামলার পর তারা পালানোর চেষ্টা করেনি। তারা শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে লড়াই করে। এতে এক হামলাকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং অপর হামলাকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।’

পুলিশ বলছে, গোলাগুলির মধ্যে পড়ে ওই জঙ্গি নিহত হয়। তার পোশাকের মধ্যে বিশেষ কায়দায় চাপাতি অস্ত্র রাখার চেম্বার ছিল।

জানা যায়, ছেলেটির পরনে চাপা জিনসের একটি প্যান্ট ছিল। জিনসের প্যান্টে কোমর থেকে হাঁটুর ওপর পর্যন্ত বিশেষ চেম্বার বানানো ছিল। ওই চেম্বারে চাপাতি লম্বা অস্ত্র রাখা যায়।

পুলিশের ধারণা, হামলার পর পোশাক বদলে হামলাকারীরা সাধারণ জনগণের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করে।

আরো পড়ুন: শোলাকিয়ায় হামলার ঘটনায় আটক ৮

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের শোল‍াকিয়া ঈদগাহ ময়দানের কাছে টহলরত পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন। পুলিশসহ আহত হয় অন্তত ১৩ জন। আহতদের বেশিরভাগই পুলিশ।

নিহত দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল জহিরুল হক ও আনসারুল হক। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঝর্ণা রানী ভৌমিক নামে এক নারীও নিহত হয়েছেন।