English Version
আপডেট : ৮ জুলাই, ২০১৬ ১৭:৫৭

ভাষণের ভুল ব্যাখ্যা করা হচ্ছে : জাকির নায়েক

অনলাইন ডেস্ক
ভাষণের ভুল ব্যাখ্যা করা হচ্ছে : জাকির নায়েক

তার ভাষণের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেছেন ভারতের প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েক। তার ভাষণে জঙ্গিদের অনুপ্রাণিত হওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। বাংলাদেশে হামলায় জড়িত এক জঙ্গি তার ভাষণে অনুপ্রাণিত হয়েছিল, এই অভিযোগ সামনে আসার পরেই ভারতের কেন্দ্রীয় সরকার এই ধর্মপ্রচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বলে ভারতীয় মিডিয়ায় প্রকাশ পেয়েছে। এ খবর পাওয়ার পর জাকির নায়েক তার অবস্থান ব্যাখ্যা করেন।

তার দাবি, তার ভাষণের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

জাকির নায়েক বলেছেন, ভারতের সংবাদমাধ্যমে তার ভাষণের একটি অংশ দেখানো হচ্ছে, যেখানে তিনি বলছেন প্রত্যেক মুসলিমেরই সন্ত্রাসবাদী হওয়া উচিত। এটা তাকে কালিমালিপ্ত করার জন্যই দেখানো হচ্ছে। তিনি আসলে বলেছিলেন, যে ব্যক্তি অন্য কাউকে ভয় দেখায়, সে ব্যক্তিই সন্ত্রাসবাদী। একজন পুলিশকর্মী ছিনতাইবাজকে ভয় দেখায়। তাই ছিনতাইবাজের কাছে পুলিশই সন্ত্রাসবাদী। তাই সমাজবিরোধীদের কাছে মুসলিমদের সন্ত্রাসবাদী হতে হবে।