English Version
আপডেট : ৩ জুলাই, ২০১৬ ১৩:৩০

জঙ্গিদের তিনজনই স্কলাস্টিকার, অভিজাত ঘরের সন্তান

অনলাইন ডেস্ক
জঙ্গিদের তিনজনই স্কলাস্টিকার, অভিজাত ঘরের সন্তান

রাজধানীর গুলশানের হলি আর্টিজেনের বেকারি শপে হামলাকারি জঙ্গিদের তিন জনের পরিচয় পাওয়া গেছে ফেসবুক সূত্র ধরে। তারা হলেন, নিব্রাস ইসলাম, মীর সামেহ মোবাশ্বের ও রোহা ইমতিয়াজ। এদের তিনজনই রাজধানীর অভিজাত স্কলাস্টিকা স্কুলে এ-লেভেল সম্পূর্ণ করেছিলেন। নিব্রাস ইসলাম সর্বশেষ মালয়েশিয়ার মোনাস ইউনিভার্সিটিতে পড়াশুনা করত। এর আগে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন। এবং যোগাযোগ ছিল দেশ বিদেশের বিভিন্ন অভিজাত শ্রেণির বন্ধু বান্ধবদের সঙ্গে। এদিকে মীর সামেহ মোবাশ্বের গত তিন মাস আগে গুলশানে কোচিং যাওয়ার পর থেকে নিঁখোজ বলে জানা গেছে। সন্ধান চেয়ে মোবাশ্বেরের ভাই সাদমান মুবতাসিম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন।  স্ট্যাটাসে তার ভাই জানান, বাসা থেকে গুলশানের এমিনেন্স কোচিং সেন্টারে যাওয়ার পর থেকেই তার কোন খুজ মিলছে না। সেদিন সে কোচিং এর উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও কোচিংএ উপস্থিত হয়নি। তবে রোহা ইমতিয়াজ সম্পর্কে এখনো কোন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত আসছে......