কুমারী নাবালিকা অন্তসত্বা, গ্রামে তোলপাড়

নড়াইলের ইতনা গ্রামে শিউলী আকতার নিশি নামে একজন কুমারী কিশোরী ৬ মাসের অন্তসত্বা হওয়ার ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ওই কিশোরীর সর্বনাশের জন্য কে দায়ী তা নিয়ে চলছে নানা গুঞ্জন। দিন যাচ্ছে আর কিশোরীর গর্ভের সন্তান বড় হচ্ছে। স্থানীয়ভাবে বিষয়টি নিস্পত্তির চেষ্টা করলেও সদিচ্ছার অভাবে বিষয়টি ঝুঁলে আছে। সৃষ্টি হচ্ছে জটিলতা। পুলিশ প্রশাসনও বিষয়টি অবগত।
ভূক্তভোগীরা জানান, ইতনা মধ্যপাড়ার মোসলেম শেখের মেয়ে শিউলী আকতার নিশির (১৬) সাথে একই পাড়ার মোঃ নবীর শেখের ছেলে শিমুল শেখের (২১) দীর্ঘ ৬ মাস পূর্ব থেকে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে।
নিশি জানায়, বিয়ের প্রলোভন দিয়ে শিমুল কয়েক দফায় আমার সাথে অন্তরঙ্গভাবে সময় কাটিয়েছে। আমি এক পর্যায়ে অন্তসত্বা হয়ে পড়ি। এখন আমার গর্ভে ৬ মাসের বাচ্চা।
নিশির মা অভিযোগ করেন, শিমুলের বাবার সাথে যোগাযোগ করেছি। স্থানীয় চেয়ারম্যান, মেম্বর, গণ্যমান্য ব্যাক্তিদের কাছে বিচার চেয়েছি, কিন্তু ফল পাইনি। আমি ঘটনার সাথে জড়িতদের শাস্তি চাই।
অভিযুক্ত শিমুলের পিতা নবীর শেখ পাল্টা অভিযোগ করে বলেন, আমার ছেলে ঢাকায় বি এ পড়ে। ৩/৪ মাস পরপর বাড়িতে আসে। ওই মেয়ের সাথে আমার ছেলের কোন সম্পর্ক ছিল না। নবীর শেখ ও তার স্ত্রী রেবা অভিযোগ করে বলেন, স্থানীয় গুপ্তবাড়িতে ৬ মাস ধরে প্রায় ১০ জন রাজমিস্ত্রি কাজ করতো। নিশি এবং তার মা ও আরেক বোন ৬ মাস ধরে রাতে-দিনে ওই মিস্ত্রিদের রান্না-বান্নার কাজ করেছে। নিশির অন্তস্বত্তা হবার পেছনে রাজমিস্ত্রিরা দায়ী হতে পারে।
অথচ শক্রতামূলকভাবে আমার কলেজপড়ুয়া ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা করছে।
তারা আরো অভিযোগ করেন, নিশিরা মোট ৫ বোন। নিশি ছাড়াও তার আরো কয়েকজন বোনের বিরুদ্ধে অজানার উদ্দেশে পাড়ি জমানো, দেহ ব্যবসা, নারী পাচার সংক্রান্ত অভিযোগ আছে। নিশির বোন জেসমিন চলতি বছর ৫ জানুয়ারি কেন আত্বহত্যা করলো ?
নিশির বিষয়ে লোহাগড়া থানার এসআই নাসির উদ্দিন জানান, এ ঘটনায় বিচার চেয়ে নিশির পরিবার থানায় অভিযোগ দাখিল করেছে। আমি বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ইতনায় এলাকায় গিয়েছিলাম খোঁজখবর নিতে।
তিনি আরো বলেন, মেয়ে বলেছে শিমুলের সাথে নিশির বিয়ে পড়িয়ে দিতে। বিয়ে দিলে আমরা রাজি। নিশির বয়স ১৬ বছর, তাহলে বিয়ে করানো কিভাবে সম্ভব এ প্রশ্নের উত্তরে এস,আই নাসির উদ্দিন বলেন, হবেনে সমস্যা নাই। সমাজ বলে কিছু আছে না। সব জায়গায় কি আইন চলে। বিয়ে না করলে মামলা হবে।
ইতনা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান টগর বলেন, ঘটনা শুনেছি। আমার কাছে বিচার চায়নি। তবে সমাধান দরকার। প্রকৃত দোষীর শাস্তি হোক।