English Version
আপডেট : ২৯ জুন, ২০১৬ ১৮:৪৩

এমপি বদি নিজেকে নির্দোষ দাবি

অনলাইন ডেস্ক
এমপি বদি নিজেকে নির্দোষ দাবি

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আত্মপক্ষের সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করলেন কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি।

ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দারের আদালতে বুধবার (২৯ জুন) মামলার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল।

এদিন এমপি বদি আদালতে উপস্থিত হন। বিচারক তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও সাক্ষীর সাক্ষ্যগ্রহণের বিষয় জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, আব্দুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে দুদকের উপপরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি করেন। ২০১৫ সালের ৭ মে দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।