English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ১৮:৪৩

৫ ছিনতাইকারী আটক

অনলাইন ডেস্ক
৫ ছিনতাইকারী আটক

রাজশাহী মহানগরীতে মোবাইল ফোনসহ ৫ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুন) সন্ধ্যা ৭ টার দিকে বোষপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট গোলাম রব্বানী তাদের পুলিশ ফাঁড়ির সামনে থেকে আটক করেন।

পুলিশের হাতে আটককৃতরা হলো- নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বাজার এলাকার মাহাতাবের ছেলে সৈকত (২০), পঞ্চবটি শেখের চক শ্বশানঘাট এলাকার বাচ্চু শেখের ছেলে সজল শেখ (১৮), শাকিল শেখ (১৮), শুভ (১৮) এবং শেখের চক এলাকার শেখ হাসনাতের ছেলে রাশেদ শেখ (১৮)।

জানা গেছে, নগরীর বোসপাড়া পুলিশ ফাঁড়ির কাছে তারা একত্রিত হচ্ছিল। এ সময় পুলিশ তাদের দেখতে পেয়ে তিনটি মোবাইল সেটসহ আটক করে থানায় নিয়ে যায়। তারা ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানা গেছে।

এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র ও নগরীর রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, পুলিশ ৫ ছিনতাইকারীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।