English Version
আপডেট : ২৬ জুন, ২০১৬ ১৫:৫৮

দম্পতি হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
দম্পতি হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ শহরে এক দম্পতিকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ময়মনসিংহ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আমির উদ্দিন রোববার (২৬ জুন) এই রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম গোলাম মোস্তাফা।  

আদালত পরিদর্শক নেওয়াজেস আলী মিয়া জানান, ২০১৪ সালের ১৩ জুলাই রাতে ময়মনসিংহ শহরের আকুয়া গরু খোয়াড় এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল হকের বাসায় ঢুকে তাকে এবং তার স্ত্রী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রায়হাতুননেছাকে গলা কেটে হত্যা করে মোস্তফা।