English Version
আপডেট : ২৩ জুন, ২০১৬ ১৪:০৫

আইনজীবী সোহেল হত্যায় ৫ জনের ফাঁসি

অনলাইন ডেস্ক
আইনজীবী সোহেল হত্যায় ৫ জনের ফাঁসি

গাজীপুরে ২০০৮ সালে আইনজীবী ফিরোজ জামান সোহেল হত্যা মামলায় রায় আজ ঘোষণা দিয়েছে। এই রায়ে ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।

গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, দুই আসামির উপস্থিতিতে বিচারক এই রায় দেন। বাকি তিন আসামি পলাতক রয়েছেন।

দণ্ডিতরা হলেন- গাজীপুরের দক্ষিণ ছায়াবিথী এলাকার রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া রউফের স্ত্রী আমেনা বেগম (৫৩), তার ছেলে মো. সজল (২৮), বাপ্পী (৩৩), তিথি (৩১) এবং একই এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. বাদল (৪২)।

রায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করেছেন বিচারক।

রায়ের সময় বাদল ও তিথি আদালতে ছিলেন। আমেনা, সজল ও বাপ্পী পলাতক বলে জানান এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. আতাউর রহমান। আমেনা ও তার সন্তানদের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার মধ্য মদনপুরা গ্রামে।

আইনজীবী সোহেলের পরিবার গাজীপুর জেলা শহরের রথখোলা এলাকায় ভাড়া থাকেন।