English Version
আপডেট : ২৩ জুন, ২০১৬ ১০:৫৪

স্ত্রীকে নির্যাতনের পর পলাতক মারুফ

অনলাইন ডেস্ক
স্ত্রীকে নির্যাতনের পর পলাতক মারুফ
স্ত্রীকে শারীরিক নির্যাতনের মামলায় পলাতক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামালকে খুঁজে পাচ্ছে না পুলিশ। একাধিক স্থানে অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ।
 
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, মামলার তদন্তে নেমে মারুফ কামালের বিরুদ্ধে তার স্ত্রী যে অভিযোগ করেছেন তার সত্যতা পেয়েছি। তাকে গ্রেফতার করতে একাধিক অভিযান পরিচালনা করেছি। তবে বারবার অবস্থান পরিবর্তন করার কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
 
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, মারুফ কামাল তার মোহাম্মদপুরের বাসায় কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী তানিয়াকে বেধড়ক মারপিট করেন। লোহার রড দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন তিনি। এতে মারাত্মক আহত স্ত্রীর মাথায় ১৪টি সেলাই দেয়া লাগে। 
 
মারুফ কামালের স্ত্রী গত ১৩ জুন বিকেলে মোহাম্মদপুর থানায় উপস্থিত হয়ে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলাটি করেন। এর পর থেকেই তাকে খুজে পাওয়া যাচ্ছে না।