English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ১৭:০০

ধর্ষণের পর শালিকে যৌনপল্লিতে বিক্রি

অনলাইন ডেস্ক
ধর্ষণের পর শালিকে যৌনপল্লিতে বিক্রি

ধর্ষণের পর শালিকে যৌনপল্লিতে বিক্রি করে দিয়েছে দুলাভাই। এ ঘটনায় অভিযুক্ত ওই দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। 

ভারতের পশ্চিমবঙ্গের বারাসতের দত্তপুকুর এলাকায় এ ঘটনা ঘটেছে।   

জানা যায়, গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন দত্তপুকুর এলাকার এক কিশোরী। পরে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোরীর পরিবার। এরপরই কিশোরীর দুলাভাই রবিউল ইসলামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সোনাগাছির যৌনপল্লীতে তিনি বিক্রি করেছে নিজের শালিকে। রবিউল ইসলামের স্বীকারোক্তিতে হাওড়ার গাদিয়ারার একটি হোটেলে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সেখানে পাওয়া যায়নি ওই কিশোরীকে।

বিষয়টি আঁচ করতে পেরে রবিউলের সঙ্গীরা কিশোরিটিকে দত্তপুকুরের ময়না এলাকায় ছেড়ে দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

পরে ওই কিশোরী তার জবানবন্দিতে জানায়, যৌনপল্লিতে বিক্রির আগে তার দুলাভাই ও তার এক সঙ্গী তাকে ধর্ষণ করে। পরে পুলিশ ওই হোটেলে আবারো অভিযান চালিয়ে আরো পাঁচজন কিশোরীকে উদ্ধার করে। সেখান থেকে হোটেল মালিক, ম্যানেজারসহ আরো চারজনকে গ্রেফতার করে বারাসত পুলিশ।