English Version
আপডেট : ২১ জুন, ২০১৬ ০২:৪৯

অস্ত্রসহ ২ চাঁদাবাজ আটক

অনলাইন ডেস্ক
অস্ত্রসহ ২ চাঁদাবাজ আটক

খাগড়াছড়ি জেলার মানিকছড়ির হাতীমুড়া এলাকায় একটি এলজি, ২ রাউন্ড বুলেটসহ রামপ্রু মারমা (৫০) ও থানি মারমা (৪৩) নামের ২ চাঁদাবাজকে আটক করেছে সেনা বাহিনী। আটককৃতরা জেএসএস সংস্কার গ্রুপের সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২০ জুন) দুপুরে চাঁদাবাজী কালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পক্রিয়া চলছে বলে জানান।

জানা যায়, মানিকছড়ি উপজেলার  হাতিমুড়া এলাকার স্কুল সড়কের  প্রায় দেড় কিলোমিটার ভেতরে একব্যাক্তির কাছ থেকে চাঁদা আদায়ের গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা সাব জোন কমান্ডার লে: আসিফের নেতৃত্বে এ দুই চাঁদাবাজকে আটক করে মানিকছড়ি থানায় হস্থান্তর করে সেনা বাহিনী।

গুইমারার সিন্ধুকছড়ি জোনের মেজর রাকিব অস্ত্র ও ২ রাউন্ড বুলেটসহ উপজাতীয় ২ চাঁদবাজকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।