English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ০১:০৭

অশ্লিল ছবি ধারণ অভিযোগে যুবকের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
অশ্লিল ছবি ধারণ অভিযোগে যুবকের কারাদন্ড

পাইকগাছায় কম্পিউটারে অশ্লিল ছবি ধারণ করার অভিযোগে হেদায়েত নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে তার ব্যবহারিত কম্পিউটার জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুন) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক বোয়ালিয়া মোড় নামকস্থনে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের হানেফ গাজীর ছেলে কম্পিউটার ব্যবসায়ী হেদায়েত আলী (২০) এর ব্যবহত ব্যবসায়ীক কম্পিউটার জব্দ করেন।

পরে কম্পিউটারে অশ্লিল ছবি ধারণ করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে আটক যুবক হেদায়েতকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার এসআই সঞ্জয় দত্ত।