English Version
আপডেট : ১৮ জুন, ২০১৬ ১২:৩০

'বন্দুকযুদ্ধে' নিহত ফাহিম

অনলাইন ডেস্ক
'বন্দুকযুদ্ধে' নিহত ফাহিম

মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যা চেষ্টার মামলার আসামি গোলাম ফায়জুল্লাহ ফাহিম পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। শনিবার (১৮ জুন) সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার বিকেলে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার সময় আটক ফাহিম ১০ দিনের রিমান্ডে ছিলেন।

ওসি জিয়াউল মোর্শেদ জানান, শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরে ফাহিমকে নিয়ে অনুসন্ধানে গেলে পুলিশের ওপর অতর্কিতে গুলিবর্ষণ হয়। ওই সময় ফাহিম বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।