English Version
আপডেট : ১৬ জুন, ২০১৬ ১৪:৫০

টুটুলকে হত্যাচেষ্টায় সরাসরি জড়িত শিহাব

অনলাইন ডেস্ক
টুটুলকে হত্যাচেষ্টায় সরাসরি জড়িত শিহাব

আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য শিহাব প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে হত্যাচেষ্টার ঘটনায় সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম একথা জানান। এর আগে বুধবার (১৫ জুন) রাতে রাজধানীর উত্তরা থেকে এবিটি সদস্য শিহাব ওরফে সাইফুলকে গ্রেফতার করা হয়।

পুলিশের পক্ষ থেকে গত ১৯ মে এক নোটিসে শিহাবকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর আগে দুর্বৃত্তদের হামলায় নিহত ব্লগার অভিজিত রায়ের বইয়ের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর লালমাটিয়ায় তার প্রকাশনা সংস্থা 'শুদ্ধস্বরের' কার্যালয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, 'গ্রেফতার শিহাব প্রকাশক টুটুল হত্যাচেষ্টায় সরাসরি অংশ নেয়। সে নিজে টুটুলকে তিনটি আঘাত করে।'

মনিরুল বলেন, 'টুটুলকে হত্যাচেষ্টার ঘটনায় পাঁচজন অংশ নেয়। এবিটি সদস্য শরীফ হচ্ছে পুরো ঘটনার সমন্বয়ক। আর প্রকাশক দ্বীপনকে কুপিয়ে হত্যার ঘটনার সমন্বয়ক হলো সেলিম। হত্যা পরিকল্পনার ঘটনা শিহাব পরে জানতে পারে।'