English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১৪:৫৮

আহসান মাস্টার হত্যা মামলায় ৬ জনের ফাঁসি বহাল

অনলাইন ডেস্ক
আহসান মাস্টার হত্যা মামলায় ৬ জনের ফাঁসি বহাল

গাজীপুরের সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিলে বিএনপি নেতা নুরুল ইসলামসহ ৬জনের ফাঁসি বহাল রেখেছে উচ্চ আদালত।

বুধবার (১৫ জুন) দুপুরে আহসান উল্লাহ মাস্টার হত্যার ঘটনায় ডেথ রেফারেন্স ও আপিল মামলার এ রায় ঘোষণা করেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ।

বিচারিক আদালতে দণ্ড পাওয়া জীবিত ২৬ আসামির মধ্যে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ১২ জনকে খালাস দেওয়া হয়েছে। আগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজন পলাতক থাকায় তার বিষয়ে কোনো মন্তব্য করেননি আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৮ জনের মধ্যে ৭ জনকে বিচারিক আদালতের দেওয়া ফাঁসির সাজা কমেছে এবং বাকি একজনের আগের সাজাই বহাল রয়েছে। মারা যাওয়া দুই আসামির আপিলের নিষ্পত্তি করে দিয়েছেন আদালত।

সাজা ও খালাসপ্রাপ্ত আসামিদের মধ্যে ১৭ জন কারাগারে, বাকি ৯ জন পলাতক রয়েছেন। অন্য কোনো মামলা না থাকলে খালাসপ্রাপ্ত যারা কারাগারে আছেন, তাদেরকে মুক্তি দিতে বলেছেন আদালত। চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা ছয়জন হলেন- নুরুল ইসলাম সরকার, নুরুল ইসলাম দিপু (পলাতক), মাহবুবুর রহমান মাহবুব, শহীদুল ইসলাম শিপু, হাফিজ এবং সোহাগ।

মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাতজন হলেন- মোহাম্মদ আলী, সৈয়দ আহমেদ হোসেন মজনু (পলাতক), আনোয়ার হোসেন ওরফে আনু (পলাতক), রতন মিয়া, ছোট জাহাঙ্গীর (পলাতক), আবু সালাম ও মশিউর রহমান (পলাতক)। যাবজ্জীবন বহাল থাকা আসামি হলেন নুরুল আমিন।

ফাঁসির আদেশ থেকে খালাস পাওয়া আটজন হলেন- আমির হোসেন, জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), লোকমান হোসেন, রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক) ও দুলাল মিয়া।

যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পাওয়া অন্য চারজন হলেন- রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর ও মনির।

এর আগে আসামিপক্ষের করা আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ গত ৮ জুন রায়ের এই দিন নির্ধারণ করেন।