English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১৭:২০

মিতু হত্যা তদন্তে নতুন মোড়

অনলাইন ডেস্ক
মিতু হত্যা তদন্তে নতুন মোড়

চট্টগ্রাম কারাগারে আটক এক জঙ্গির চিঠির সূত্র ধরে পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা তদন্তে নতুন মোড় নিয়েছে। রহস্য উন্মোচনে নতুন ক্লু নিয়ে কাজ শুরু করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন এবং ডিসি পদমর্যাদার একজন কর্মকর্তাকে মিতু হত্যার মনিটরিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর এই হত্যা মামলাটি নতুন করে গতি এসেছে বলে মনে করছে ডিবি।

বাবুল আকতারসহ জঙ্গি অভিযানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের হত্যার নির্দেশনা দিয়ে কারাগারে বন্দি বুলবুল নামের এক জঙ্গী সদস্যের পাঠানো একটি চিঠির সূত্র ধরে পুলিশ মনে করছে জঙ্গিরা বাবুল আকতারকে হত্যা করতে না পেরে তার স্ত্রীকে হত্যা করেছে।

এই চিরকুটের লেখক বাবুল আকতারের হাতে গ্রেফতারকৃত জঙ্গী সদস্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি বুলবুলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিয়েছে মিত্যু হত্যা মামলার তদন্ত দল।

মিতু হত্যায় তদন্ত সংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মিতু হত্যা মামলাটি এখন নতুন করে গতি পেয়েছে। আমরা শিগগির বড় কোনো সাফল্য দেখাতে সক্ষম হবো।